সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্য ব্যক্তির ছবি ব্যবহার করে ‘পাত্রী চাই’ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এআর রাকিব খান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে প্রশাসন।
বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুরের বীরগঞ্জ এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।
রাকিব খান দিনাজপুরের বীরগঞ্জ থানার চৌপুকুরিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি দিনাজপুরের কেবিএম কলেজ থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক শেষ করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, র্যাংকস এফসি প্রোপার্টিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর শাহরিয়ার রিমনের ছবি ব্যবহার করে ‘ম্যারেজ মিডিয়া’ নামে একটি ফেসবুক গ্রুপে ‘পাত্রী চাই’ স্ট্যাটাস দেন রাকিব। ওই গ্রুপে একই স্ট্যাটাস রাসিফ শফিক নামে আরেকটি আইডি থেকেও পোস্ট দেওয়া হয়। এসব স্ট্যাটাসে রাকিব নিজেকে যুক্তরাষ্ট্র প্রবাসী হিসেবে পরিচয় দেন। ব্যক্তিগত নানা পরিচিতির পাশাপাশি পাত্রের নিউইয়র্ক সিটিতে নিজস্ব বাড়ি আছে বলে উল্লেখ করেন।
পাত্রীর প্রয়োজনীয় যোগ্যতা হিসেবে রাকিব উল্লেখ করেন, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চির ওপরে এবং ওজন ৫০ থেকে ৯০ কেজির ভেতর। একেবারে গরিব হলেও সমস্যা নেই।এমনকি সন্তান থাকলেও চলবে।
এদিকে বিষয়টি তানভীর শাহরিয়ারের দৃষ্টিগোচর হলে তিনি গত ২৪ আগস্ট ডবলমুরিং থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে রাকিবকে গ্রেফতার করে প্রশাসন।
জানতে চাইলে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, রাকিব ফেসবুকে যা পরিচয় উল্লেখ করেছেন বাস্তবে তা সঠিক নয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইক ও ফলোয়ার বাড়াতে তিনি এ প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে জানান। ভুক্তভোগী ব্যক্তির মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।














