জুমার নামাজে সিজদাহরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু

0
সাতক্ষীরা Satkhira

সাতক্ষীরার তালা উপজেলার খেজুরবুনিয়া বাজারের জামে মসজিদে শুক্রবার দুপুরে জুমার নামাজরত অবস্থায় মোমিন গাজী (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত মোমিন গাজী (৫৮) তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের মৃত ইব্রাহিম গাজীর ছেলে।

এ ঘটনায় মোমিনের ভাইপো শাহাবুদ্দিন বিশ্বাস জানান, শুক্রবার তালার খেজুরবুনিয়া বাজারের মসজিদে মোমিন গাজী জুমার নামাজ পড়তে গিয়ে সেখানে সিজদারত অবস্থায় মারা যান।

এদিকে রমজান শেখ নামের এক মুসল্লি জানান, মোমিন গাজী প্রতি জুমায় খেজুরবুনিয়া মসজিদে নামাজ পড়তে আসতেন। শুক্রবার তিনি ওই মুসল্লির পাশে নামাজ পড়ছিলেন। জুমার ফরজ দুই রাকাত শেষে তিনি সিজদাহ থেকে আর উঠছেন না দেখে এব তার শরীরে কোনো নড়াচড়া না দেখে ওই মুসল্লি তার গায়ে হাত দিয়ে বুঝতে পারেন তিনি মারা গেছেন।