অংশুর কোর্ট রুম ড্রামা ‘সাহসিকা’

0
অংশুর কোর্ট রুম ড্রামা 'সাহসিকা'

সিনেমায় কোর্ট রুম ড্রামা জনরাটা বেশ জনপ্রিয়। থ্রিল, সাসপেন্সের সমন্বয়ে অপরাধ খোলাসার চেষ্টা। এক পক্ষের উকিল চান ঘটনা ধামাচাপা দিতে, আরেক পক্ষ চায় রহস্য উদঘাটন। একটা কক্ষ, বাদি-বিবাদি, জজ ও জোড়া উকিল যারা মক্কেলকে বাঁচাতে প্রতিজ্ঞ।

বাংলাদেশের সিনেমায় কোর্ট রুমের অসংখ্য দৃশ্য থাকলেও কোর্ট রুম ড্রামা তেমন নেই। বড়ো পর্দায় যেখানে নেই, ছোট পর্দায় চাওয়াটা বিলাসিতা। নির্মাতা তানিম রহমান অংশু বিলাসিতা দেখাবার সাহস করেছেন। নির্মাণ করেছেন টেলিভিশন ফিচার ফিল্ম।

‘সাহসিকা’ শিরোনামের ফিল্মটির গল্প এগোয় একজন তরুণীর ধর্ষিত হওয়া নিয়ে। যিনি ছেলে বন্ধুর বাসায় স্বেচ্ছায় গিয়ে স্থাপন করেন শারীরিক সম্পর্ক স্থাপন। তাহলে কেনো আদালত পর্যন্ত গড়ালো তা? তানজিন তিশা, মনোজ প্রামাণিক মিথিলা, তারিন, আশিষ খন্দকারদের নিয়ে দারুণ একটা কাজের স্বপ্ন দেখালেন দর্শকদের।

নির্মাতার ভেরিফায়েড ফেসবুক পেজে মুক্তি দেওয়া হয় ফিচার ফিল্ম সাহসিকার ট্রেলার। যাতে দর্শকরা দারুণ নির্মাণে ও অভিনয়ে অসাধারণ শো দেখার আশা বুনছে। কাজী নাহিয়ান হাসানের কাহিনী ও তানিম রহমান অংশুর পরিচালনায় ‘সাহসিকা’ প্রচারিত হবে দীপ্ত টিভিতে, ইদের তৃতীয় দিন বিকাল চারটায়।