চার বছর পর সিরিজ খেলতে বাংলাদেশে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু, মাঠের চেয়ে এই মাঠের বাইরের বিষয়াদি নিয়ে আলোচনা সর্বত্র। নিরাপত্তা নিয়ে বরাবরই নাক উঁচু অজিরা এবার ভীত করোনা ইস্যুতে৷ ঢাকায় পা রাখার আগেই দিয়ে রেখেছিল একগাদা শর্ত।
সেসব শর্ত অক্ষরে অক্ষরে পালন করেছে বিসিবি। ছুঁড়ে দিয়েছে নতুন শর্তাদি। অস্ট্রেলিয়ার শর্ত মেনে ক্রিকেটার, গ্রাউন্ডসম্যান, আম্পায়ার, ম্যাচ অফিশিয়ালসহ সবাই আছে কোয়ারেন্টাইনে।
বিসিবির সদর দরজাও বন্ধ। চারপাশে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ঢুকতে হবে চার নম্বর গেট দিয়ে। এমনকি পরিচালক আকরাম খান ছাড়া লিফট ব্যবহার করতে পারবে না কেউই।
গণমাধ্যমের আনাগোনাও করা হয়েছে সীমিত। বায়ো বাবলের বাইরে থাকা কেউ নিতে পারবে না খেলোয়াড়দের ইন্টারভিউ। ব্রডকাস্টিং ক্যামেরাগুলোও থাকবে দূরত্বে। ভিআইপি গ্যালারিতে ম্যাচ দেখতে পারবেন হাতেগোনা কয়েকজন।
এত এত শর্তের সিরিজ মাঠে গড়াবে ৩ আগস্ট, প্রথম টি-টোয়েন্টি দিয়ে। অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।