কলকাতার জনপ্রিয় গায়ক, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্তের ওয়েব সিরিজে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। নতুন একটি ওয়েব সিরিজের জন্য অঞ্জন দত্ত কথা বলেন চঞ্চল চৌধুরীর সাথে। অক্টোবরে ওয়েব সিরিজটি নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান অঞ্জন দত্ত।
চঞ্চল চৌধুরী বলেন, ‘অঞ্জন দাদার সঙ্গে আমার দুই তিনবার ওয়েব সিরিজে কাজ করা নিয়ে কথা হয়েছে। গল্প, চরিত্র ও করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে অক্টোবরে হয়তো কাজটি করবো। তার নির্দেশনায় কাজ করার ইচ্ছে আছে আমার। এখন সময়ের উপর নির্ভর করছে সব’।
চঞ্চল চৌধুরীকে সর্বশেষ দেখা গেছে অ্যান্থোলজি সিরিজ ‘ঊনলৌকিক’ ও ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ নামের সিরিজে। আর কিছু দিন আগে মুক্তি পায় অঞ্জন দত্তের নির্মাণে ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস’।
দুই বাংলার দুই জনপ্রিয় আর্টিস্ট এক সাথে কেমন কাজ উপহার দেন, ভক্তদের জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে ইতোমধ্যেই।