অনির্বাণ যুক্তির আভায় “বিশ্ব রণাঙ্গনে নবীন প্রাণ – যুক্তি হউক মুক্তির সোপান” স্লোগান হৃদয়ে ধারণ করে গত ২৩ শে জুলাই ২০১৭ স্টামর্ফোড ডিবেট ফোরাম “নবম স্টামর্ফোড ফ্রেশার্স ডিবেট ওয়ার্কশপ এন্ড চ্যাম্পিয়নশিপ ২০১৭” আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এম এন আরিফুর প্রথম দিন রবিবারে বাংলা বিতর্কের পর্দা উম্মোচন করেন। যুক্তিতে মুক্তি দীক্ষায় দীক্ষিত হয়ে মোট ২১ টি ফ্রেশার্স দল বিতর্কের ক্যানভাস অলংকৃত করে। পাল্টা প্রশ্নের জবাবে যুক্তিময় উক্তি উপস্থাপন এবং বিতর্কের বৈরী পরিবেশেও নিজেদের শ্রেষ্ঠের প্রমাণ দিয়ে ফাইনালে বিতর্ক মঞ্চ রাঙিয়ে তোলে অদম্য এবং ঈলিগ্যান্ট দল। গত ২৭ শে জুলাই ২০১৭, বিতর্কের নিয়ম- নীতি হৃদয়ে আঁকড়ে ধরে সুস্পষ্ট বাচনভঙ্গি ও প্রাসঙ্গিক যুক্তিতে বিজয়ের মুকুট অর্জন করে দল ঈলিগ্যান্ট। সেই সাথে রানার্স আপের গৌরব অদম্যের ঝুলিতে তুলে দিয়ে বাংলা বিতর্কের পর্দা অবনমিত হয়।
স্টামর্ফোড ডিবেট ফোরাম- এর সাবেক প্রেসিডেন্ট মিরাজুল ইসলাম ফ্রেশার্সদের যুক্তির ঝলকানিতে মুগ্ধ হয়ে বলেন, এবারের ফ্রেশার্স ফাইনাল বিতর্ক তাঁর দেখা এসডিএফ এর সেরা ফ্রেশার্স বিতর্ক। তিনি আরো বলেন, নিয়মিত গ্রুমিং, প্রাক্টিস আর বাইরের টুর্নামেন্ট গুলোতে নতুনদের অংশগ্রহণের সুযোগ দিলে, খুব শীঘ্রই পাব টিম অগ্নি।
ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট সোহান মোহাইমিনুল বলেন, সুষ্টু চর্চা ও অনুশীলনের মধ্যদিয়ে নবীনেরা বিতর্ক অঙ্গনে নতুন দৃষ্টান্ত— স্থাপন করবেন বলে তিনি আশাবাদী।
ক্লাবটির জেনারেল সেক্রেটারী সোনিয়া আক্তার শান্তা, ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম, রাখিল খন্দকার নিশান, বেনজির আবরার, সজীব খান, আমির হামযা, সামিরুল ইসলাম , মুজাহিদ, হাসান সাকিব, তানভির এবং আরো অনেকের অক্লান্ত— পরিশ্রম ও নির্দেশনায় বাংলা বিতর্কের সমাপনী ছিল খুবই মনোমুগ্ধকর।
উল্লেখ্য, আগামী ৩১ শে জুলাই সোমবার ইংলিশ বিতর্কের ফ্রেশার্স ডিবেট ওয়ার্কশপ এন্ড চ্যাম্পিয়নশিপ ২০১৭ অনুষ্ঠিত হবে।
রিপোর্টঃ দ্বীন মোহাম্মাদ দুখু