সারাবিশ্বে অন্ধদের সংখ্যা আগামী চার দশকে তিনগুণ বাড়বে বলে ধারনা করছেন গবেষকরা। ল্যানসেট গ্লোবাল হেলথ ম্যাগাজিন এর একটি প্রবন্ধে তারা জানান যে, ২০৫০ সাল নাগাদ অন্ধত্বের সংখ্যা ৩ কোটি ৬০ লাখ থেকে বেড়ে ১১ কোটি ৫০ লাখে পৌঁছুবে, যদি না চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটে। জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধিই এর পেছনে দায়ী বলে তারা জানান।
অন্ধত্বের ক্ষেত্রে সবচে উপরে আছে দক্ষিন এশিয়া ও সাব-সাহারান আফ্রিকা। যদিও আরেক গবেষনায় বলা হয়েছে বিশ্বব্যাপী দৃষ্টি প্রতিবন্ধীদের সংখ্যা কমছে। তারপরেও যেহেতু বিশ্বের জনসংখ্যা বাড়ছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে তাই গবেষকরা অনুমান করছেন এই সংখ্যাটি আরো বাড়বে। ১৮৮ দেশ হতে সংগৃহীত উপাত্ত হতে জানা যায় যে, ২০ কোটিরও বেশী মানুষ আংশিক থেকে পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধীতায় ভুগছে। এই সংখ্যা ২০৫০ সাল নাগাদ বেড়ে ৫৫ কোটিতে দাঁড়াবে বলে তারা আশংকা করছেন। গবেষনাটি এই সমস্যা উত্তরণে চিকিৎসা ক্ষেত্রে ভালো বিনিয়োগ করতে হবে এবং এই সকল সেবাদি সাধারন জনগণের জয়ন সহজলভ্য করতে হবে।
আন্তর্জাতিক সাহায্য সংস্থা সাইট সেভারস এর মূখপাত্র ইমরান খান বলেন, বিশ্বব্যাপী বয়স্ক জনগণ বৃদ্ধি ও দীর্ঘকালীন আন্তঃরোগের কারনে মূলত এই সমস্যার সৃষ্টির কারন। তিনি আরো বলেন, এই সমস্যা নিরসনে উন্নয়নশীল দেশ গুলোতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করা জরুরী এবং সেই সাথে আরো অধিক সংখ্যক সার্জন ও নার্সদের চক্ষুসেবায় দক্ষ করে গড়ে তোলা প্রয়োজন।
সূত্রঃ বিবিসি