আফগান-তালেবান ইস্যুতে উত্তাল বিশ্ব রাজনীতি। প্রত্যক্ষ প্রভাব পড়ছে আফগান জাতিসত্তা, সংস্কৃতি, শিক্ষা সবকিছুর উপর। বাদ যায়নি ক্রিকেটও৷ মুক্তির স্বাদ নিয়ে যে ক্রিকেট আফগান জনতার কাছে হয়ে উঠেছিল উল্লাসের উপলক্ষ, সেটি এখন খানিক কক্ষচ্যুত।
তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর দেশটির ক্রিকেট বোর্ডে রদবদল করা হয়েছে। চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফারহান ইউসেফ জাইকে। জাইয়ের পরিবর্তে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে আজিজুল্লাহ ফাযলিকে।
আজিজুল্লাহর জন্য এটি নতুন কিছু নয়। এর আগে এক দফা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নতুন বোর্ড প্রধান আশাবাদী যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেট উন্নয়নে।
১ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে আফগানদের হোম সিরিজ। ভেন্যু হিসেবে প্রথমে আরব আমিরাতকে ধরা হলেও এখন সেটি না-ও হতে পারে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড চাচ্ছে শ্রীলঙ্কার হাম্বানটোটায় সিরিজটি আয়োজন করতে।