আর্জেন্টিনা দলে ডাক পেলেন দিবালা

0

কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্বে নিজেদের পরবর্তী তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা দল। কোচ লিওনেল স্কলোনির দুঃচিন্তা ছিল ইঞ্জুরি নিয়ে। ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি। দলে ফিরেছেন জুভেন্তাস তারকা পাওলো দিবালা। প্রায় দুই বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন এই ফরোয়ার্ড

আগামী ৩ সেপ্টেম্বর ভেনিজুয়েলা, ৬ সেপ্টেম্বর ব্রাজিল এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবে সর্বশেষ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। কোপা জয়ের পর আর মাঠে নামেনি আলবিসেলেস্তেরা।

চোটের কবলে পড়ে দলে নেই মাউরো ইকার্দি। কোপা আমেরিকার দলে থাকলেও বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক দলে নেই দ্বিতীয় গোলকিপার অগাস্টিন মার্চেসিন ও সার্জিও আগুয়েরো। দুইজনেরই সমস্যা চোট।

এদিকে দিবালার সাথে দলে ডাক পেয়েছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া, জেরোনিমা রুই ও হুয়ান ফুয়েথ। মার্চেসিনের জায়গায় সুযোগ পেয়েছেন ভিয়ারিয়ালের গোলরক্ষক জেরোনিমা রুই।