‘তীব্র শরীর ব্যথায়’ ইউরোপ সফর বাতিল করলেন মার্কিন পপ তারকা লেডি গাগা। ৩১ বছর বয়সী এ সংগীতশিল্পী এক টুইটে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে লিখেছেন, “ভীষণ বিধ্বস্ত আমি। শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে চাই আগে।” গ্রামি অ্যাওয়ার্ডজয়ী এ তারকা শিল্পী বছর তিনেক ধরে ‘ফিব্রোমায়ালজিয়া’ নামক জটিল রোগে ভুগছেন। এতে তার পুরো শরীরে তীব্র ব্যথা হয়। একই সমস্যায় গত বছর ব্রাজিলের রক ইন রিও ফেস্টিভ্যালে পারফর্ম করতে পারেননি তিনি।
ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ইউরোপ অধ্যায়ে রোববার লন্ডন ও মঙ্গলবার মানচেস্টারের দুই কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল তার। টিকিট বিক্রিও ইতোমধ্যে শেষ হয়েছে। লন্ডনের মঞ্চে উঠার একদিন আগেই কনসার্টগুলো বাতিলের ঘোষণা এলো তার কাছ থেকে।
আয়োজকরা জানিয়েছেন, ৬ ফেব্রুয়ারি থেকে বিক্রি হওয়া টিকিট ফেরত নেবেন তারা। গাগা সুস্থ হয়ে উঠলে পুনরায় কনসার্টের তারিখ ঘোষণা করা হবে। আগামী কয়েক সপ্তাহে ইউরোপের স্টকহোম, প্যারিস, বার্লিনসহ আরও কয়েকটি শহরে তার পারফর্ম করার কথা ছিল। সেগুলো আপাতত বাতিল করা হয়েছে। লেডি গাগার এই সমস্যা ধরা পড়ে ২০১৬ সালে। গতবছরের শেষ দিকে গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।