জহিরুল কাইয়ুম ফিরোজ
ইদ মানে ছুটি। ছুটি মানে অবসর। অবসর মানেই বিনোদন। অবসরে বিনোদন পেতে সিনেমার বিকল্প নেই। নিউজ ইনসাইডের বিনোদন পাঠকদের জন্য ইদের কয়েকদিন দুই বাংলা, হলিউড ও বলিউডের বেশ কিছু চলচ্চিত্রের সাজেশন নিয়ে থাকছে ধারাবাহিক প্রতিবেদন। প্রথম দিন আজ রইলো পাঁচটি বাংলা সিনেমার কথা…
• দ্বিতীয় কৈশোর (২০১৯)
অপূর্ব আর আফরান নিশোর নাটক মানেই ইদানিং বিরক্তির আরেক নাম হলেও দ্বিতীয় কৈশোর চলচ্চিত্রে স্বস্তি দেবে দুইজন। এদের সাথে তাহসান রয়েছে। তিন বন্ধু, যারা জীবনের নানান বাঁকবদলের পর একটু একটু করে গুছিয়ে নিতে শুরু করেছে, তখনই কোথা হতে যেন ফের ফিরে আসে পুরনো দিন, পুরনো দিনের কর্মফল। তিনজনকে আবার একত্রিত করে! শিহাব শাহীনের পরিচালনায় বাংলাদেশের প্রথম ওয়েব ফিল্ম আপনাকে একটু ভালো সময় উপহার দিবে।
• যদি একদিন (২০১৯)
দ্বিতীয় কৈশোর ওয়েব ফিল্ম, সেই হিসাবে বড়পর্দায় তাহসানের প্রথম পরিবেশনা। তাসকিন, শ্রাবন্তীকে নিয়ে বেশ সুন্দর কাজ উপহার দিয়েছেন তিনি। মা মরা মেয়েকে নিয়ে কেটে যাচ্ছে তাহসানের সংসার। হঠাৎ করে আগমন ঘটে অফিসের কলিগ শ্রাবন্তীর। একে অপরের প্রতি আকৃষ্ট হয়। মেয়ের দিকে তাকিয়ে সরে আসতে চায় তাহসান। শ্রাবন্তী খুঁজে নেয় তাসকিনকে যে কি না নামকরা গায়ক। গায়কের বাইরেও তার আরেক পরিচয় আছে, যে পরিচয়ের পেছনে লুকিয়ে পুরনো ইতিহাস। শেষের টুইস্টে অবাক হবেন, তৃপ্তও হবেন! ত্যাগেই যে প্রকৃত সুখ!
• বেঙ্গলি বিউটি (২০১৮)
রাশান নূর। অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এই বাঙালি তরুণ ১৯৭৫ এর অশান্ত বাংলাদেশকে তুলে ধরেছেন সিনেমায়। পিরিয়ডিক ড্রামা জনরার সিনেমার তিনি পরিচালক, তিনিই লীড রোলে। টয়ার সাথে তার মিষ্টি প্রেমের রসায়ন গৎবাঁধা বাংলা সিনেমার বাইরে ভিন্ন এক জগতে ডুব দেয়াবে। প্রতিটি গান চমৎকার, ক্যামেরার কাজও দারুণ।
• স্বপ্নজাল (২০১৮)
পরীমণির দূর্দান্ত অভিনয় দেখতে হলে স্বপ্নজালের বিকল্প নেই। যেমন গল্প, তেমন ক্যামেরার কাজ এবং অভিনয়। গিয়াসউদ্দিন সেলিমের অনবদ্য পরিচালনায় পরীমণির অভিনয় সত্ত্বার চমৎকার বহিঃপ্রকাশ ঘটেছে। স্বপ্নজাল দেখলে পরীকে নিয়ে গর্ব ও আফসোস দুটোই হবে। প্রতিভার নিদারুণ অপচয় করে হাহাকার বাড়াচ্ছেন তিনি, অথচ স্বপ্নজালে দেখালেন তিনি চরিত্রে মিশে যেতে পারেন।
• গহীন বালুচর (২০১৭)
সিনেমায় মজে গেছেন কখন বুঝবেন? যখন মন থেকে চাইবেন এমনটা না হোক, ঘৃণা করবেন ভিলেনকে কিংবা কোন এক চরিত্রে উপলব্ধি করতে থাকবেন নিজেকে! সরকারি অনুদানের ছবি গহীন বালুচরে এগুলিই ঘটবে। প্রেম, রাজনীতি, সুবিধাবাজি এসবকে পরিচালক বদরুল আনাম সৌদ এক ফ্রেমে তুলে এনেছেন। অভিনয়শিল্পী কারা কারা? ফজলুর রহমান বাবু, সুবর্ণা মোস্তফা, রাইসুল ইসলাম আসাদ; তিনটি নামই যথেষ্ট। এছাড়াও নাটকের কয়েকজন সুদক্ষ তারকা- জিতু আহসান, শাহাদাত হোসেন, লুৎফর রহমান জর্জ, নীলাঞ্জনা নীলারা পাল্লা দিয়ে অভিনয় করেছেন।