ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে শতাধিক যাত্রী নিখোঁজ

0
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে শতাধিক যাত্রী নিখোঁজ

ইন্দোনেশিয়ায় একটি ফেরি ডুবে শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছে। বুধবার দেশটির কমকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সুমাত্রা দ্বীপে অবস্থিত বিশ্বের অন্যতম গভীর হ্রদ টোবায় গত সোমবার ফেরিটি ডুবে যায়। ফেরিটির ৬০ জন যাত্রী বহনের অনুমতি থাকলেও এটি ১৩০ জন যাত্রী বহন করছিল। এদের মধ্যে ১৮ জনকে টোবা হ্রদ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে ফেরিটি ডুবে যাওয়ার পর থেকেই। তবে বৃষ্টি ও প্রচণ্ড বাতাসের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

স্থানীয় উদ্ধারকারী দলের কর্মকর্তা বুদিয়াওয়ান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘অনেকেই জানিয়েছেন যে, তাদের স্বজন নিখোঁজ।

উল্লেখ্য, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই এ ধরনের নৌদুর্ঘটনা ঘটে।