এথান এমবাপ্পের সাথে চুক্তি, দুই ভাইকে দলে নিল পিএসজি

0
এথান এমবাপ্পের সাথে চুক্তি, দুই ভাইকে দলে দলে নিল পিএসজি

ফ্রান্সের ফুটবল ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই তাদের অন্যতম তারকা খেলোয়াড় তরুণ কিলিয়ান এমবাপ্পের সাথে চুক্তি নবায়নের পর এবার এমবাপ্পের ছোট ভাই এথানের সাথেও চুক্তিবদ্ধ হলো। পিএসজি ও এথানের ২০২৪ সাল পর্যন্ত তিন বছরের যুব চুক্তিতে স্বাক্ষর করার বিষয়টি লীগ-ওয়ান কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে।

১৫ বছর বয়সি ইথান ইতোমধ্যেই পিএসজির যুবদলের হয়ে খেলেছে। পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ২০০৬ সালে জন্ম নেওয়া এই প্রতিশ্রুতিশীল বালক এর আগে প্যারিস সেন্ট জার্মেইয়ের যুবদলের খেলায় অংশ নিয়েছিল। এখন থেকে তিন মৌসুমের জন্য এথান রাজধানীর ক্লাবটির সাথে আবদ্ধ।”

কিলিয়ান বর্তমানে ফ্রান্সের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ইউরো-২০২০ এ খেলছেন। পিএসজির সাথে তাঁর চুক্তির আরো এক বছর বাকি। প্রসঙ্গত, ফরাসী রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁও ২২ বছর বয়সী তরুণ সেনসেশনকে পিএসজিতে থাকার এবং লিগ- ওয়ানে খেলা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।