এরদোগানকে আনুষ্ঠানিক মনোনয়ন দিল একে পার্টি

0
এরদোগান

তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জাস্টিজ এন্ড ডেভেলপমেন্ট পাটি (একেপি) আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে দলের প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে। বৃহস্পতিবার একে পার্টির সংসদীয় বৈঠকে এই মনোনয়ন দেয়া হয়। আগামী ২৪ জুন এই নির্বাচন অনুষ্ঠানের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

একে পার্টির সংসদীয় দলের ৩১৬ সদস্যের সবাই প্রেসিডেন্ট পদের জন্য এরদোগানকে সমর্থন করেন। একে পার্টি এবং ন্যাশনালিস্ট মোভমেন্ট পার্টি (এমএইচপি) কর্তৃক পৃথক ভোটে এরদোগানকে সমর্থন জানানো হবে।

এরদোগানকে মনোনয়ন দেয়ার পর প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেন, ‘কিছু মানুষ মাইক্রোস্কোপ দিয়ে তাদের প্রেসিডেন্ট প্রার্থীদের সন্ধান করতে পারে। কিন্তু আমরা ইতোমধ্যেই আমাদের প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রার্থী গণমানুষের মানুষ। তিনি নির্যাতিতদের রক্ষাকারী। এ কারণে আমরা রিসেপ তাইয়্যেপ এরদোগানকে আমাদের প্রার্থী ঘোষণা করেছি।’

তিনি বলেন, ‘২৪ জুন তুরস্কের জন্য একটি ঐতিহাসিক দিন। এদিন আমরা তুরস্কের বিরুদ্ধে সমস্ত নোংরা পরিকল্পনার ইতি ঘটাব। আমাদের এখনো অনেক কিছু করার বাকি রয়েছে। আমাদের দেশের ভবিষ্যতের জন্য আমাদের অনেক বড় প্রকল্প রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের ভৌগোলিক অবস্থান এবং আমাদের ইতিহাস তুরস্কের জন্য আমাদের দায়িত্ব অর্পণ করেছে। আমরা সর্বদা নিপীড়িত এবং নির্যাতিতদের পক্ষ নিয়েছি।’ আজ শুক্রবার সুপ্রিম নির্বাচন বোর্ডের (ওয়াইএসডব্লিউ) কাছে এরদোগানের মনোনয়নের জন্য আনুষ্ঠানিক আবেদন করা হবে বলে তিনি জানান।

সূত্র: ডেইলি সাবাহ নিউজ