তালেবানরা আফগানিস্তানের অধিকাংশ এলাকা দখলের পর রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেওয়া সময়ের অপেক্ষা মাত্র। কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের কেন্দ্রীয় ক্ষমতায় চলে আসবে তালেবান। তালেবানের ক্ষমতা দখলকে সামনে রেখে রাজধানী কাবুলে হিড়িক পড়েছে নারীদের বোরকা ক্রয়ের । খবর দ্য গার্ডিয়ানের।
বিশ্লেষকরা ধারণা করছেন, দখল করা অন্যান্য প্রদেশের মতো রাজধানী কাবুলেও নিজস্ব আইন জারি করতে যাচ্ছে তালেবান। তালেবানের আইনের ভয় থেকে বোরকা কেনার হিড়িক পড়েছে নারীদের মধ্যে।
গত সপ্তাহে তালেবান অধিকৃত এলাকায় পোশাকের জন্য এক তরুণীকে গুলি করে হত্যা করেছিল তালেবান সৈন্য। সেই আশঙ্কা থেকে কাবুলের নারীরাও তৈরি হচ্ছেন পরিস্থিতি মোকাবেলার জন্য।
উল্লেখ্য, ৯০-এর দশকে তালেবান সরকার যখন ক্ষমতায় আসার পর বোরকা পরে মেয়েদের বাইরে বের হওয়ার নির্দেশনা জারি করেছিল। এসময় আইনটি কড়াকড়ি ভাবে পালন করা হয়েছিল। নির্দেশ অমান্য করা হলে তালেবানের নৈতিক পুলিশের হাতে শাস্তি হিসেবে বেত্রাঘাত করা হতো জনসম্মুখে ।














