কোপা জয়ের মূহুর্ত বাঙালি ভক্তদের উৎসর্গ সাবেক আর্জেন্টিনা অধিনায়কের

0
কোপা জয়ের মূহুর্ত বাঙালি ভক্তদের উৎসর্গ সাবেক আর্জেন্টিনা অধিনায়কের

আর্জেন্টিনার কোপা জয়ের পর পৃথিবীতে সূর্য উদয়-অস্ত গিয়েছেন পাঁচ বার করে। কিন্তু প্রতিটি সকলা, প্রতিটি সন্ধ্যা মতুন আমেজ নিয়ে হাজির হয় লাতিনের দেশটিতে। ২৮ বছরের বন্ধ্যাত্ব ঘোচার আনন্দ আর্জেন্টাইনদের চাইতে কোনো অংশে কম নয় বাংলাদেশিদের।

১৭০৫০ কিলোমিটার দূরের দেশে তাদের কান্নায় এতদিন ভিজেছিল বাঙালির চোখ, আজ তাদের সঙ্গে ঠোঁট মিলিয়ে হাসছে আলবিসেলেস্তে সমর্থকরা। বাঙালির আকাশি-নীল প্রীতি নতুন নয়।

১৯৯৫ সালে কাতারে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে গ্যালারিতে পতাকা হাতে সমর্থন জোগাচ্ছিলেন কয়েকজন বাংলাদেশি। তা চোখ এড়ায়নি সেই ম্যাচে খেলা হুয়ান পাবলো সরিনের।

২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া এই ফুটবলার সেদিনের স্মৃতিচারণ করে পোস্ট দেন ইন্সটাগ্রামে। ‘সেদিন গ্যালারিতে লক্ষ্য করেছিলাম আর্জেন্টিনার পতাকা উড়ছে। সেখা নজরে পড়ে বাংলাদেশের নাম। ওরা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসে। কখনও ভুলব না সেই ঘটনা।’ এভাবেই স্মৃতির ঝাঁপি খোলেন সরিন।

ভালোবাসলে ভালোবাসা মেলে। ভালোবাসার প্রতিদান সরিন দিলেন আর্জেন্টিনার কোপা জয়ের মূহুর্তকে বাংলাদেশি ভক্তদের উৎসর্গ করে। ভালোবাসার প্রতিদান তো এমন মধুরতম হওয়া চাই। কে বলবে, দূরত্ব ভালোবাসায় বাঁধা সৃষ্টি করে!