বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আগ্রাসন থেমে নেই। নতুন নতুন চেহারায় ভয়ানক হয়ে উঠছে এটি। মহামারির প্রাক্কালে সব বন্ধ থাকলেও ধীরে ধীরে সীমিত পরিসরে চালু হতে শুরু করে। ক্রীড়াঙ্গন ব্যতিক্রম নয়। ব্যতিক্রম নয় ইংলিশ প্রিমিয়ার লীগ।
করোনার মাঝেই গেল রোববার ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় স্পোর্টসের দু’টি মেগা ইভেন্টের ফাইনাল। টেনিসে উইম্বলডন ফাইনালের রাতে ওয়েম্বলি স্টেডিয়াম সাজে ইউরো ফাইনালের আলোকসজ্জায়। ইভেন্টগুলিতে দর্শকরা মাঠে উপস্থিত হবার আগে দিতে হয়েছে কোভিড সার্টিফিকেট।
এনএইচএস অ্যাপের মাধ্যমে আগত দর্শকদের কোভিড সার্টিফিকেটের কিউআর কোড স্ক্যানিংয়ের পর প্রবেশ নিশ্চিত করা হয়। যদিও ইউরোতে দর্শকের বাড়তি চাপ থাকায় দুর্বল হয়ে পড়ে অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক।
আন্তর্জাতিক বিরতির পর আগস্টের ১৩ তারিখ আর্সেনাল বনাম ব্রেন্টফোর্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। সেখানে চালু করা হবে এনএইচএস, অ্যাপ্লিকেশন হবে আরও শক্তিশালী। ইউরোর ফাইনালে পরীক্ষামূলকভাবে চালু করলেও ইপিএলে বাধ্যতামূলক হবে।
শুধু কোভিড সার্টিফিকেট নয়, মাস্ক ব্যবহারেও বাধ্যবাধকতা আনার ব্যাপারে পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। দর্শকদের জন্য সুরক্ষা ও সচেতন বৃদ্ধিতে নানান পরিকল্পনা এঁটে রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগের হর্তাকর্তারা।