গাজা উপত্যকায় ইসরায়েলের গোপন সুড়ঙ্গ ধ্বংস

0
গোপন সুড়ঙ্গ

গোপনে যাতায়াতের জন্য গাজা উপত্যকায় খোঁড়া সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগদর লিবারম্যান জানিয়েছেন, ইসরায়েল এ পর্যন্ত যতগুলো সুড়ঙ্গের খোঁজ পেয়েছে সেগুলোর মধ্যে এটি সবচেয়ে দীর্ঘ ও গভীর। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ২০১৪ সালে গাজা যুদ্ধের সময় এটি খনন শুরু করা হয়েছিল। ওই সময় ইসলায়েল ৩০টিরও বেশি সুড়ঙ্গ ধ্বংস করেছিল।
গোপন সুড়ঙ্গ
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথান কনরিকাস জানিয়েছেন, সুড়ঙ্গটি গাজায় ক্ষমতাসীন হামাস খুঁড়েছিল। এর শুরু হয়েছিল উত্তর গাজার জাবালিয়া থেকে এবং এটি ইসরায়েলের ভেতরের কয়েকটি মেট্রো রেল স্টেশন ছুঁয়ে গেছে। তবে এর শেষ অংশের কাজ সমাপ্ত করতে পারেনি হামাস।