৪৩ বছর আগে নিখোঁজ এক নারীর দেহাবশেষ আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের কানেক্টিকাট নদী থেকে উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ১৯৭৮ সালে আলবার্টা লিম্যান নামে এক নারী নিখোঁজ হয়েছিলেন। ৬৩ বছর বয়সী আলবার্টা একই বছরের ২৫ জুলাই হারিয়ে যান। এরপর নদীতে ডুবে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে আলবার্টার দেহাবশেষ উদ্ধার করা হয়।
পুলিশ ধারণা করছে, গাড়িটি কয়েক দশক ধরে পানির নিচে ডুবে ছিলো। নিউ হ্যাম্পশায়ার স্টেট পুলিশ এক ফেসবুক পোস্ট থেকে জানা যায়, স্থানীয় ডুবুরিরা বিশেষ যন্ত্রপাতির সাহায্যে গাড়িটি উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে আরো জানা যায়, পানির প্রায় ১৪ ফুট নিচে গাড়িটি উল্টে থাকতে দেখা যায়। গাড়ির অর্ধেক অংশ নদীর নিচের কাদার মধ্যে আটকে ছিল।
তবে গাড়িটি কীভাবে নদীর নিচে গেল সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি৷ এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।














