চার দশক পর গুজরাটি সিনেমায় পরেশ রাওয়াল

0

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম শক্তিমান অভিনেতা পরেশ রাওয়াল। কমেডি, খল কিংবা বাবা, চরিত্রাভিনেতা হিসেবে জুড়ি মেলা ভার। যেকোনো চরিত্রে এতটা বুঁদ হন, মনে হয় তাকে ছাড়া কাউকে দিয়ে হতো না এই চরিত্র। টেবিল নাম্বার ২১ এর সেই ভিলেন বাবা, হেরা ফেরির বাবুরাও আপ্তে’কে ভারতের দর্শক মনে রাখবে আজীবন।

বলিউডে আসার আগে এক সময় গুজরাটি চলচ্চিত্রে অভিনয় করতেন পরেশ রাওয়াল। হিন্দী দর্শনের পর ওমুখো হননি গত চার দশকে। চল্লিশ বছরের পালা শেষে গুজরাটের সিমেমায় আবার দেখা যাকে তাকে। ভেনাস ফিল্মসের প্রযোজনায় ‘ডিয়ার ফাদার’ নামক ছবিটির চিত্রনাট্য পরেশের লেখা।

গুজরাটে ফেরা নিয়ে উচ্ছ্বসিত বর্ষীয়ান অভিনেতা। কামব্যাকের কথা জানিয়ে করা টুইট বার্তায় পরেশ লিখেন, ‘৪০ বছর পর গুজরাটি ছবিতে ফিরছি। খুবই আনন্দ লাগছে। সবার সমর্থন ও ভালোবাসা কামনা করছি।’

পরেশ রাওয়ালের ফেরা নিয়ে খুশি ভক্তরাও। শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ারে ভাসছেন তিনি। ‘ডিয়ার ফাদার’ ফ্যামিলি ড্রামা। একই পরিবাবের তিন সদস্যকে নিয়ে ছবির গল্প। পরেশ রাওয়ালের পাশাপাশি অভিনয় করছেন চেতন ধানানি, মৃণ্ময়ী গোদবোলে। তার আগে আগামী ২৩ জুলাই মুক্তি পাবে পরেশ রাওয়াল অভিনীত বলিউড চলচ্চিত্র ‘হাঙ্গামা টু’।