সাকিব আল হাসানের ছুটি চেয়ে করা আবেদন মঞ্জুর করেছে বিসিবি। ফলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে থাকছেন না সাকিব। তবে সাকিব চাইলে ২য় টেস্টে ফিরতে পারবেন বলে জানিয়েছে বিসিবি।
এদিকে অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদ ফিরেছেন দক্ষিণ আফ্রিকা সফরে। তাই আবারো সাদা পোশাকে দেখা যাবে বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি মাহমুদউল্লাহকে।
তবে দুদিন ধরে গুঞ্জন উঠেছিল এনামুল হক বিজয় কে দেখা যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। সৌম্য সরকার ও ইমরুল কায়েসের ধারাবাহিক ব্যর্থতার কারনে এমন শোনা গেলেও শেষ পর্যন্ত জায়গা হল না বিজয়ের। নির্বাচকরা আস্থা রাখলেন সৌম্য ও ইমরুলেই।
এছাড়া দলে ফিরেছেন লিটন দাস। বাদ পড়েছেন নাসির হোসেন। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় নেয়া হয়েছে বাড়তি পেসার। দলে নেয়া হয়েছে মুস্তাফিজ, রুবেল, তাসকিন সহ পাঁচ পেসার।
টেস্ট স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় ও শফিউল ইসলাম।