এবার জাপানে ধরা পড়ল করোনাভাইরাসের ল্যামডা ভ্যারিয়েন্ট। ধরনটি সর্বপ্রথম শনাক্ত হয়েছিল পেরুতে। শুক্রবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। খবর জাপান টাইমসের
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, নতুন ল্যামডা ভ্যারিয়েন্টে ৩০ বছরের একজন নারী আক্রান্ত হয়েছেন। ওই নারীটি গত ২০ জুলাই পেরু থেকে জাপানের হানেদা বিমানবন্দরে অবতরণ করেন। তবে ভাইরাসের উপস্থিতি শনাক্তের সময় তার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না।
দেশটির সংক্রামক রোগ বিষয়ক ন্যাশনাল ইনস্টিটিউট ওই নারীর নমুনা বিশেষ ভাবে পরীক্ষা করে জানতে পারে, ওই নারী করোনার পেরুর ধরণ ‘ল্যামডা’ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, করোনার ল্যামডা ধরন গত বছর আগস্টের দিকে প্রথম পেরুতে শনাক্ত হয়। পরে এটি দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। এছাড়াও এশিয়া, ইউরোপের অনেক দেশেও এই ধরণকে ছড়িয়ে পড়তে দেখা যায়। এটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোভিডের ডেলটা বা আলফা ধরনের মতোই শক্তিশালী বলা হলেও বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি।