জিতলেন জনি ডেপ

0
জিতলেন জনি ডেপ

২০১৫ সালে বিয়ে করেন তারকা জুটি জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। বিয়ের পরের বছর শুরু হয় বিবাদ। নির্যাতনের মামলা ঠোকেন হার্ড। টানতে চান সংসারের ইতি। ২০১৬ সালের মে মাস থেকে শুরু হয় আইনি লড়াই।

জনি ডেপের বিরুদ্ধে অ্যাম্বার হার্ড অভিযোগ করেছিলেন বিভিন্ন প্রকার শারীরিক নিগৃহের। সেসব অস্বীকার করেন ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। কিন্তু জনি ডেপের আইনজীবী বরাবরই ক্লায়েন্টের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন।

অ্যাম্বার হার্ড বিবাহ বিচ্ছেদ চেয়ে ৭ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চান। কিন্তু আদালতের শুনানি শেষে প্রমাণিত হয় যে, হার্ডের অভিযোগটি সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন।

জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের উপস্থিতিতে শুনানি শুরু করে আদালত। শুনানি শেষে নির্দোষ ঘোষণা দেওয়া পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকাকে।

উল্লেখ্য, এই মামলাটি জনি ডেপের ক্যারিয়ারে বড়োসড়ো ধস নামায়। বড়ো বড়ো বহু বিজ্ঞাপন কোম্পানি চুক্তি বাতিল করার পাশাপাশি নাম কাটা যায় অনেক সিনেমা থেকে।