জয় দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারায় মেসিবিহীন বার্সা। প্রবেশ করলো নতুন এক যুগে। সেই যুগের সেনানি হিসেবে প্রথম ম্যাচে আলো ছড়িয়েছেন মার্টিন ব্র্যাথওয়েট, মেমফিস দেপেই, সার্জিও রবার্তোরা।
প্রায় দেড় যুগ পর মেসিকে ছাড়া লিগ শুরু করল বার্সা। বার্সেলোনা শহরের কোথাও নেই মেসি। তবু দর্শকদের কন্ঠে মেসি মেসি রব! ম্যাচের ১৯ মিনিটে মেমফিস দেপেইয়ের ফ্রি-কিক থেকে হেডে প্রথম গোল করেন জেরার্ড পিকে। বার্সার জার্সিতে এটি পিকের ৫০তম গোল।
বিরতির আগে ব্যবধান বাড়ান ড্যানিশ তারকা ব্র্যাথওয়েট। দ্বিতীয়ার্ধে ফের ব্র্যাথওয়েটের গোল। ৩-০ তে এগিয়ে থাকা বার্সাকে যখন মনে হচ্ছিল, সহজ জয়ের দ্বারপ্রান্তে তখনই ম্যাচে নাটকীয়তা। ৩ মিনিটের ব্যবধানে ৮২ ও ৮৫ মিনিটে দুই গোল করে ম্যাচ জমিয়ে তোলে সোসিয়েদাদ। প্রথম গোল করেন হুলেন সিয়েনফুয়েগোস, পরেরটি মিকেল ওয়ারজাবালের পা থেকে।
এরপর চেষ্টা করলেও সমতায় ফেরা হয়নি সোসিয়েদাদের। বরং ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্র্যাথওয়েটের পাস থেকে গোল করেন সার্জিও রবার্তো। নিশ্চিত হয় বার্সেলোনার ৪-২ গোলের জয়।