করোনা ভ্যাকসিন গ্রহণ না করে অফিসে উপস্থিত হওয়ায় ৩ কর্মীকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। গত সপ্তাহে এই পদক্ষেপ নেয় সংবাদমাধ্যমটি। বৃহস্পতিবার অফিসের কর্মচারীদের কাছে পাঠানো এক নথিতে এই তথ্য উল্লেখ করা হয়৷ খবর বার্তাসংস্থা রয়টার্সের।
সম্প্রতি ওই অভ্যন্তরীণ নথিটি রয়টার্সের হাতে এসে পৌঁছেছে। নথির তথ্য অনুসারে, সিএনএন’র প্রধান জেফ জাকার অন্য স্টাফদের জানিয়েছেন, সংশ্লিষ্ট ধরনের কর্মকাণ্ডের (ভ্যাকসিন গ্রহণ না করা) বিরুদ্ধে সিএনএনের অবস্থান জিরো টলারেন্স। অফিসে প্রবেশে ও অফিসের পক্ষে কাজ করার ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন নেওয়া থাকতে হবে।
নথিতে আরও জানানো হয়েছে, ‘সংবাদমাধ্যমের বার্তা বিভাগ, খেলাধুলা বিষয়ক বিভাগ এবং স্টুডিওতে কাজ করা সকলকে অবশ্যই কোভিড এর ভ্যাকসিন নিতে হবে। মাসের পর মাস যাবৎ স্পষ্টভাবে এই কথাটিই বলে আসছি। তাই ভ্যাকসিন গ্রহণে কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকা উচিত নয়।’
এদিকে সিএনএন জানিয়েছে, কোভিড মহামারির সংক্রমণ বেড়ে যাওয়ায় আনুষ্ঠানিক বা বাধ্যতামূলক করা হতে পারে অফিসে প্রবেশের জন্য ভ্যাকসিন গ্রহণের প্রমাণপত্র থাকার বিষয়টি।
জেফ জাকার আরো বলেছেন, সেপ্টেম্বরের ৭ তারিখ থেকে শারীরিকভাবে উপস্থিত হয়ে সকল কর্মচারীকে অফিসে কাজে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও সেটি আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তা স্থগিত করা হয়েছে।