সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ সবার প্রস্তুতি আসরকে ঘিরে। সবচেয়ে ভালো প্রস্তুতি বোধহয় নিলে পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। বোধহয় বললে সংশয় থাকে। সংশয় নেই, সবচেয়ে ভালো প্রস্তুতি তিনিই নিলেন।
পাকিস্তানের এই উইকেটরক্ষক টি-টোয়েন্টি ফরম্যাটে গড়ে ফেললেন বিশ্বরেকর্ড। ক্রিকেটের ক্ষুদে সংস্করণে এক বছরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি নিজের করে নিলেন রিজওয়ান।
চলতি বছর ১৪ ইনিংসে ৭৫২ রান করেছেন রিজওয়ান। স্ট্রাইকরেট ১৪০+, গড় ৯৪। এর আগের রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের তারকা ব্যাটসম্যান পল স্টার্লিংয়ের দখলে। ২০১৯ সালে ২০ ইনিংসে ৭৪৮ সংগ্রহ করেছিলেন স্টার্লিং।
১৪ ইনিংসে দু’বার ডাক মারার পরেও রানের রেকর্ডের চূড়ায় পৌঁছান তিনি। কারণ, বাকী ১২ ইনিংসে সাতটি অর্ধশতক ও একটি শতক হাঁকান তিনি। বছরটা শুরুই করেন অপরাজিত সেঞ্চুরি দিয়ে।
রিজওয়ানের ইনিংসগুলোর চিত্র এমন- ১০৪, ৫১, ৪২, ৭৪, ০, ৭৩, ০, ৮২, ১৩, ৯১* ৬৩, ৩৭, ৭৬* ও ৪৬। বছরের আরও পাঁচ মাস বাকী। সামনে ম্যাচ আছে যথেষ্ট। প্রথম হিসেবে রিজওয়ান হাজার রান ছুঁয়ে ফেললেও অবাক হবার কিছু থাকবে না।