মৌসুমের প্রথম শিরোপা জার্মান সুপার কাপ জিতেছে বায়ার্ন মিউনিখ। রবার্ট লেভানডস্কির জোড়া গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে তারা। প্রতি মৌসুমের শুরুতে আগের আসরের বুন্দেসলীগা ও কাপ চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত হয় সুপার কাপ।
জার্মানি ও বায়ার্ন মিউনিখের কিংবদন্তি গার্ড মুলারের মৃত্যুতে শোকসন্তপ্ত হয় ফুটবল। সদ্য প্রয়াত কিংবদন্তি মুলারকে সম্মান জানিয়ে শুরু হয় ম্যাচ। মুলারের শোককে শক্তিতে রূপান্তর করে মাঠে আধিপত্য বিস্তার করে বায়ার্ন মিউনিখ।
শুরু থেকেই গোছানো ফুটবল খেলতে লাগে বায়ার্ন। গোল পেতে অবশ্য অপেক্ষা করতে হয় ৪১ মিনিট অবধি। সার্জ নাব্রির অ্যাসিস্টে বায়ার্নকে এগিয়ে দেন প্রাণভোমরা রবার্ট লেভানডস্কি। ১ গোলে এগিয়ে টানেলে যায় তারা।
বিরতির পর ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থমাস মুলার। ৬৪ মিনিটে মার্কো রয়েস ডর্টমুন্ডের হয়ে এক গোল শোধ করেন। জমিয়ে তোলেন খেলা। রয়েসের আরেকটি শট প্রতিহত করে নয়্যার। ৭৪ মিনিটে লেভানডস্কি দ্বিতীয় গোল করলে ৩-১ গোলের জয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে বাভারিয়ানরা।