২০০৯ সালে বার্সেলোনা জনপ্রিয় ত্রয়ীর একজন ছিলেন থিয়েরি অঁরি। লিওনেল মেসি, স্যামুয়েল ইতো আর থিয়েরি অঁরিকে নিয়ে দারুণ ভারসাম্যপূর্ণ ছিল দল। পেপ গার্দিওলার অধীনে জিতেছিল ট্রেবল। পিএসজির বর্তমান দল নিয়ে কথা বললেন অঁরি।
তার মতে, ‘শুধু তারকা দিয়ে সফলতা আনা যায় না। প্রয়োজন দলের ভারসাম্য। পিএসজি ওদিকে গুরুত্ব না দিয়ে কেবল তারকা ভেড়াচ্ছে। গত কয়েক মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের কাছে গিয়েও তাই ধরতে পারেনি’।
ফরাসি জায়ান্টদের আক্রমণভাগে মেসির আগমন। তা-ও অঁরি বলছেন ভারসাম্যমূলক দল গড়ায় মনোযোগী হতে। অঁরি বলেন, ‘সবচেয়ে জরুরি হচ্ছে দলে ভারসাম্য থাকা। আমরা আজকাল সেরা খেলোয়াড়, আক্রমণভাগ, রক্ষণভাগ এসব নিয়ে ভাবি। কিন্তু দলে ব্যালেন্স আছে কি-না, নজর দেওয়া সবচেয়ে জরুরি।
পিএসজিতে তারকার অভাব নেই। মাঝমাঠ, রক্ষণ কিংবা আক্রমণে তারকার ছড়াছড়ি। কিন্তু সাবেক ফরাসি তারকা অঁরি মনে করেন দলটাকে ভারসাম্যমূলক করতে হবে। নইলে সাফল্য আসবে না। মেসি একা পিএসজিকে সাফল্যের নিশ্চয়তা দেওয়া অসম্ভব। কোচ পচেত্তিনোকে তাই দলের ভারসাম্য ঠিক করায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন অঁরি।