ইনজুরি কোনোভাবেই সামনের দিকে এগুতে দিচ্ছে না অ্যাঞ্জেলো ম্যাথিউজকে। শ্রীলঙ্কান রঙ্গিন পোশাকের অধিনায়কের এবারের হতাশা ঘরের মাঠে অনুষ্ঠেয় নিদাহাস ট্রফি। গোড়ালির ইনজুরি তাকে ত্রিদেশীয় এই সিরিজ থেকে ছিটকে দিয়েছে।
লঙ্কানদের সদ্য শেষ হওয়া বাংলাদেশ সফরেই অধিনায়কের দায়িত্বে ফেরেন ম্যাথিউজ। কিন্তু পূর্ণাঙ্গ এই সফরটিতে মাত্র একটি ম্যাচ খেলা হয়েছিল। পরে ইনজুরির কারণে দেশে ফিরতে হয়। আর সর্বশেষ পুনর্বাসনে থেকে অনুশীলনের সময় চোট পেয়ে নিদাহাস থেকে বাদ পড়েন।
অলরাউন্ডার ম্যাথিজের পরিবর্তে বাংলাদেশ সফরে নেতৃ্ত্ব দিয়েছিলেন টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল। আর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফিতেও তাকেই অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে।
আগামী ৬ মার্চ থেকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হচ্ছে নিদাহাস ট্রফি। এই সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও খেলবে বাংলাদেশ ও ভারত।