একটা হোটেলের ঘর, যার দরজা জানলা বন্ধ, ঘরের মধ্যে রয়েছে মাত্র দুজন, একজন পুরুষ একজন নারী আর কেউ না। কোনো কারণে তারা ভীত ঠিক এরমধ্যে মেয়েটি হয়ে গেলো খুন। ছেলেটি হলো সংজ্ঞাহীন। এবার প্রশ্ন হলো খুন করলো কে? Mystery/Crime film দেখতে গেলে ভাবি টানটান উত্তেজনা ছেড়ে কখন রহস্যের পর্দা উন্মোচন হবে। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত Oriol Paulo পরিচালিত The Invisible Guest বা Contratiempo একটা উত্তেজনা পূর্ণ টানটান Mystery/Crime film.
সিনেমার শুরুতে দেখা যাচ্ছে একজন বিখ্যাত বিসনেসম্যান Adrián Doria খুনের দায় অভিযুক্ত তাকে বাঁচাতে আসেন বিখ্যাত আইনজীবী Virginia Goodman যিনি আজ অব্দি কোনো কেস হারেননি।
Virginia Goodman এবং Adrián Doria এর কথাবার্তা দিয়ে সিনেমা এগোতে শুরু করে। Adrián বিবাহিত কিন্তু তিনি বিবাহবহির্ভূত আর একটি সম্পর্ক চালাতেন তার প্রেমিকা একজন ফটোগ্রাফার Laura Vidal. Adrián এবং Laura প্রায় বাড়িতে লুকিয়ে বাইরে যেত এবং একবার এরকম ভাবে বাইরে গিয়ে ভুলবসত একটি এক্সিডেন্ট করে বসে এবং একটি যুবক এই দুর্ঘটনায় মারা যায়। এবার শুরু হয়ে অপরাধ চাপা দেয়ার পালা। নানা উপায় অবলম্বন করে তারা যুবকের দেহ সরিয়ে ফেলে সমস্ত প্রমান লোপাট করে। এর কিছুদিন পর দুজনকেই কেউ ব্ল্যাকমেল করতে শুরু করে তারা ছাড়াও কেউ একজন তাদের এই অপরাধ এর নীরব সাক্ষী আছে এবং সেই তাদের শহর থেকে দূরে একটি হোটেলে ডেকে পাঠায় দাবি করে টাকা। ঠিক এই সময় ঘরে কেউ একজন অজানা অতিথি Adrián কে মাথায় মেরে সংজ্ঞাহীন করে। জ্ঞান ফিরে Adrián দেখে Laura খুন হয়েছে। কিন্তু হোটেলের ঘর ভিতর থেকে বন্ধ জানলা হোটেল থেকে বন্ধ। তাহলে ঘরে আর কে ছিল? সে কোথায় ছিল? কে খুন করলো Laura কে?তবে কি খুনের উদ্দেশ্যে কেউ তাদের ডেকেছে? Adrián দোষী নয় কিন্তু সমস্ত প্রমান তার বিরুদ্ধে। আইনজীবী Virginia কি পারবে রহস্য উন্মোচন করতে সেকি পারবে Adrián কে বাঁচাতে নাকি পুরোনো দুর্ঘটনা Adrián কে তাড়া করে বেড়াবে?
সিনেমাটা পুরোটাই চাপা উত্তেজনায় ভর্তি সেটা নিশ্চই পরে বোঝা যাচ্ছে। একটার পর একটা চমক আর শেষ টা না দেখলে হয়তো বুজবেন না এরকম হতে পারে। দুজনের কথাবার্তা ও মাঝখানে ফ্ল্যাশব্যাকে ছোট ছোট ঘটনা আপনাকে বেঁধে রাখবে সিনেমার মধ্যে। একটার পর একটা ঘটনার জট খুলবে ততোই অবাক হওয়ার পালা। সিনেমাটা যদিও স্প্যানিশ ভাষায় চিন্তার কোনো কারণ নেই ইংলিশ অথবা বাংলা subtitle এ দেখে নিন। Adrián Doria চরিত্রে Adrián Doria চরিত্রটি দারুন ভাবে ফুটিয়েছে একই চরিত্রে অনেকগুলো শেড আছে। Virginia Goodman চরিত্রে Ana Wagener এর অভিনয় চমৎকার। অতীতের এক ঘটনা বর্তমানকে জটিল করে দিয়েছে সিনেমাতে। অপরাধ নিখুঁত করে চাপা দেয়া কখনোই সম্ভব না তা কখনো না কখনো প্রকাশ পাবেই। অসাধারণ এই সিনেমাটা একবার হলেও দেখা উচিত।
দেখে ফেলুন The Invisible Guest এবং হারিয়ে যান অপরাধের গোলকধাঁধায়।
লেখকঃ Mayuri Mitra Ghosh