দ্বিতীয়বারের মতো আবারও হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ

0
দ্বিতীয়বারের মতো আবারও হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ

আগামী চার বছরের জন্য দ্বিতীয় মেয়াদে আবারও গাজাভিত্তিক সংগঠন হামাসের প্রধান হিসেবে নির্বাচিত হলেন ইসমাইল হানিয়াহ। ফিলিস্তিনি ইসলামিক গ্রুপের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। খবর রয়টার্সের।

৫৮ বছর বয়সী ইসমাইল হানিয়াহ ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডানহাত ছিলেন।

২০০৬ সালের নির্বাচনে ফাতাহ পার্টিকে হারিয়ে হামাসের জয়ের পর হানিয়াহ ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হন। অবশ্য এখনো পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় থেকে গাজার হানিয়াহের হামাসকে স্বীকৃতি দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

এরপর ইসমাইল হানিয়াহ ২০১৭ সালে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন৷ এই সময়ের মধ্যে ইসরায়েলের সঙ্গে বেশ কয়েকবার স্বাধীনতার দাবিতে সংঘর্ষে জড়িয়েছে রাজনৈতিক গোষ্ঠিটি।

সর্বশেষ গত মে মাসের সংঘর্ষে নারী-শিশুসহ গাজায় অন্তত ২৫০ ও ইসরায়েলে ১৩ জন নিহত হয়েছেন।