নতুন ভূমিকায় ড্যারেন স্যামি

0
নতুন ভূমিকায় ড্যারেন স্যামি

সাধারণত যেকোন ক্রিকেটার অবসরের পরও ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকতে চান। ক্যারিবিয়ান কিংবদন্তি ড্যারেন স্যামিও এর বিকল্প নন। উইন্ডিজ জাতীয় দল থেকে অবসরের পর থেকেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোচিং করাচ্ছেন। সর্বশেষ দুই বছরের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, সিডব্লিউআইয়ের ‘স্বতন্ত্র সদস্যহীন পরিচালক’ পদে নিয়োগ পেলেন এই সাবেক অধিনায়ক।

দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা একমাত্র অধিনায়ক ড্যারেন স্যামির নেতৃত্বে ২০১২ সালে এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়কের পাশাপাশি একজন খেলোয়াড় হিসেবেও দুর্দান্ত ছিলেন তিনি। সিডব্লিউআইয়ের সভাপতি রিকি স্ক্যারিট জানিয়েছেন, স্যামির অভিজ্ঞতা তাদের কাজে লাগবে।

গতকাল গণমাধ্যমকে স্ক্যারিট বলেন, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের একজন স্বতন্ত্র, সদস্যপদহীন পরিচালক হিসাবে স্যামিকে পেয়ে আমি আনন্দিত। তার ভূমিকা হলো নতুন পরিকল্পনা তৈরীতে আমাদের সাহায্য করা। স্যামির অভিজ্ঞতা আমাদের অনেক কাজে দেবে।’

‘স্যামি আধুনিক সময়ের ক্রিকেটারের দৃষ্টিভঙ্গিতে কাজ করবেন যা সিডব্লিউআইয়ের আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণে মূল্যবান কিছু যুক্ত করবে।’ যোগ করেন স্ক্যারিট।

‘স্বতন্ত্র সদস্যহীন পরিচালক’ পদে নিয়োগ পেয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে কৃতজ্ঞতা জানিয়েছেন স্যামি। তিনি বলেন, এটা তার জন্য অনেক সম্মানের, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক পদে নিয়োগ পাওয়া অনেক সম্মানের বিষয়। মাঠের বাইরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে নতুনভাবে আমার সেরাটা দেওয়ার জন্য এটা অনেক বড় একটি সুযোগ। আমার অর্জিত সব ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা আমাকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে কিছু দেওয়ার মত করে তৈরি করেছে। আমাকে এই পদে নিয়োগ দেওয়ায় সিডব্লিউআইকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’