নির্ধারিত সময়ের আগেই আফগানিস্তান ছাড়বে মার্কিন সেনারা

0
আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

দুই দশক ধরে চলা আফগান যুদ্ধ শেষ করছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা থাকলেও আগামী আগস্টের শেষ নাগাদ আফগানিস্তান ছাড়ছে মার্কিন সেনারা। গতকাল শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের এ তথ্য জানান। খবর এএফপির।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেন সাকি উল্লেখ করেন, প্রেসিডেন্ট বাইডেনের মতে শুধু সামরিক মাধ্যমে আফগানিস্তানে যুদ্ধে জেতা সম্ভব নয়। সেনাবাহিনী ফেরত আনা হলেও যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আফগানিস্তানের নিরাপত্তা ও মানবিক সহায়তা প্রদানে কাজ চালিয়ে যাবে।

আফগানিস্তানে যুদ্ধ শুরুর প্রায় দুই দশক পর যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা দেশটির সবচেয়ে বড় বাগরাম বিমানঘাঁটি থেকে সবকিছু সরিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে এ তথ্য আসার পরপরই হোয়াইট হাউসের পক্ষ থেকে মার্কিন সেনাদের আফগানিস্তান ত্যাগের নতুন এ সময়সীমা জানানো হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান টুইটারে লিখেন, বাগরাম বিমানঘাঁটি থেকে মার্কিন ও সামরিক জোটের সব সেনাকে ফেরত আনা হয়েছে। আফগান বাহিনী বিমানঘাঁটির নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নেবে। তারাই সেখানে অবস্থান করে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবে।

তবে সর্বশেষ আমেরিকান সেনা কখন বাগরাম বিমানঘাঁটি ছেড়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। এদিকে তালেবানের পক্ষ থেকে বাগরাম বিমানঘাঁটি থেকে বিদেশি সেনা প্রত্যাহারকে স্বাগত জানানো হয়েছে।