২১ বছরের খরা কাটিয়ে ভারতকে ভারোত্তোলনে অলিম্পিক পদক এনে দেন মীরাবাঈ চানু। চলতি টোকিও অলিম্পিকে রূপার পদক জেতেন ভারতীয় এই ভারোত্তোলক। ৪৯ কেজি বিভাগে পদক লাভ করেন চানু।
মণিপুরের প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র পরিবারের মেয়ে থেকে গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের মঞ্চে! সহজ ছিল না সেই যাত্রা। এই দূর্গম পথ পাড়ি দেবার গল্পই উঠে আসবে সেলুলয়েডে। আসতে চলেছে চানুর আত্মজৈবনিক চলচ্চিত্র।
এর আগে মেরি কম ও সাইনা নেওয়ালের বায়োপিক নির্মিত হয় বলিউডে। চানুর জীবনী নির্মাণ করবে প্রযোজনা সংস্থার সেউতি ফিল্মস। সংস্থাটির সঙ্গে আলোচনার পাশাপাশি সিনেমার চুক্তিপত্রেও সই করেছেন এই অ্যাথলেট।
ছবির ভাষা মণিপুরি হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইংরেজিসহ একাধিক ভাষায় মুক্তি দেওয়া হবে মীরাবাঈ চানুর বায়োপিক।