পলাতক ধনকুবের নীরব মোদির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন এনসিপি সাংসদ মজিদ মেমন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী যখন পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করেন, তার মাত্র এক ঘণ্টা আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৯০ কোটি টাকা জমা দেন নীরব।
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির এই সাংসদ বলছেন, ‘আমার কাছে খবর আছে দেশ ছাড়ার আগেও প্রধানমন্ত্রীর দপ্তরে খবর পৌঁছেছিল যে নীরব পালাচ্ছেন। ঠিক যেভাবে, মোদি নোট বাতিল ঘোষণা করার এক ঘন্টা আগে পিএনবির একটি শাখায় ৯০ কোটি টাকা জমা রাখেন। সম্ভবত পরে ডলারে ওই টাকাকে বদলে নিয়েছিলেন।’ এই ঘটনার বিস্তারিত তদন্ত দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে নীরব মোদির ঘনিষ্ঠদের কোনও যোগাযোগ রয়েছে কি না, সেই বিষয়েও কোনও কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে যথাযথ তদন্তের দাবি তুলে টুইটারে সরব হয়েছেন মেমন।
তাঁর ইঙ্গিত, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে পলাতক ধনকুবেরের কোনও সম্পর্ক রয়েছে। নইলে কীভাবে নোট বাতিলের খবর আগে থেকেই পেলেন নীরব? ২০১৬-র ৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সন্ধ্যাতেই নাকি পিএনবির একটি শাখায় বিপুল টাকা জমা দিয়ে ডলারে বদলে নেন নীরব। এই নীরব মোদির বিরুদ্ধেই ১১ হাজার ৪০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ এনেছে পিএনবি। কেন্দ্রীয় সংস্থা এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।