নেইমার অস্ত্রোপচার করাবেন না বলে জানিয়েছেন পিএসজির কোচ

0
নেইমার ইনজুরি

নেইমার অস্ত্রোপচার করাবেন না বলে জানিয়েছেন পিএসজির কোচ উনাই এমেরি। ব্রাজিলিয়ান তারকার অস্ত্রোপচার নিয়ে যে খবর বেরিয়েছে সেটি সত্যি নয় বলেও জানান তিনি।রোববার রাতে লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে পিএসজির ৩-০ গোলে জেতা ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টায় গোড়ালিতে ব্যথা পান নেইমার।
নেইমার ইনজুরি
বেশ কিছুক্ষণ মাঠে চিকিৎসা নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন পিএসজি ফরোয়ার্ড।সোমবার নেইমারের গোড়ালির পরীক্ষা করানো হয়। পরীক্ষার পর এক বিবৃতিতে পিএসজি জানায়, নেইমারের ডান পায়ের গোড়ালি মচকে গেছে এবং পঞ্চম ‘মেটাটারসাল’ হাড় ভেঙেছে।এরপর ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ তাদের প্রতিবেদনে জানায়, সমস্যার সমাধানে ও বিশ্বকাপে কোনোরকম ঝুঁকি এড়াতে নেইমার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।

এতে তাকে কমপক্ষে দুই মাস মাঠের বাইরে থাকতে হবে।তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের এই খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন পিএসজির কোচ এমেরি। মঙ্গলবার এমেরি বলেছেন, ‘নেইমারের সঙ্গে আমাদের ধৈর্য ধরতে হবে। সে অস্ত্রোপচার করাবে না।’আগামী ৬ মার্চ চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নেইমারের খেলা নিয়েও আশা দেখছেন পিএসজির কোচ, ‘এখনো সামান্য সম্ভাবনা আছে যে, সে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারে। কিন্তু অস্ত্রোপচার নিয়ে খবরটি মিথ্যা। একটি সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’