ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। কাজ দিয়ে নিজেকে চিনিয়েছেন। অনেক৷ দিন থেকে ইচ্ছে সিনেমা বানাবেন। গল্প তৈরি করেন। কিন্তু বাগড়া দেয় করোনা। গল্প রেখে দিলেন।
সুযোগ এলো এবার। ওটিটি প্ল্যাটফর্ম চরকি তাকে প্রস্তাব দেয় ওয়েব ফিল্ম বানাবার। ব্যাটে-বলে মিলে গেলে হাতে নেন স্বপ্নের প্রজেক্ট। শুরু করেন সিনেমার কাজ।
মিজানুর রহমান আরিয়ানের অভিষেক সিনেমার নাম ‘নেটওয়ার্কের বাইরে’। এক ঝাঁক তরুণ তরুণীর বন্ধুত্ব, তাদের আড্ডা-খুনসুটি, দুষ্টু-মিষ্টি কান্ড আর ভ্রমণের কীর্তি নিয়ে সাজানো হয়েছে গল্প। বলা বাহুল্য, বর্তমান প্রজন্মের প্রতিচ্ছবিই যেন ফুটে উঠবে পর্দায়।
নেটওয়ার্কের বাইরের বেশিরভাগ শ্যুটিং হয়ে সেন্ট মার্টিন ও কক্সবাজারে। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, ইয়াশ রোহান, খায়রুল বাশার, নাজিফা তুশি, তাসনিয়া ফারিন, নাজিয়া অর্ষা, তাসনুভা তিশা, জুনায়েদ বাগদাদীর মতোন তরুণ শিল্পীরা। সিনেমাটি দেখা যাবে ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে।