উত্তর কেরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তার দেশে এমন পরমাণু সক্ষমতা অর্জন করেছে যার ফলে আমেরিকার মূল ভূখণ্ডের পুরোটাতে এখন পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র আঘাত হানতে পারে। তিনি আরো জানিয়েছেন, পরমাণু অস্ত্র ছোঁড়ার বোতাম এখন তার টেবিলে।
খ্রিস্টিয় নতুন বছর উপলক্ষে টেলিভিশনে দেয়া এক ভাষণে কিম জং উন বলেন, “উত্তর কোরিয়ার হাতে থাকা এসব অস্ত্র শুধুমাত্র ব্যবহার করা হবে আমাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে।”
তিনি বলেন, “পুরো আমেরিকা আমাদের পরমাণু অস্ত্রের আওতায় রয়েছে এবং পরমাণু অস্ত্রের বোতাম সবসময় আমার টেবিলে থাকে। এটা বাস্তবতা, এটা কোনো হুমকি নয়।” তিনি আরো বলেন, “সামরিক অভিযানের জন্য এই বছরে পরমাণু অস্ত্র গণভাবে উৎপাদনের ওপর জোর দেয়া হবে।”
কিম জং উন বিশেষভাবে জোর দিয়ে বলেন, কোরিয় উপদ্বীপের উত্তেজনা কমানো খুবই জরুরি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপের পথ খোলা রয়েছে। তিনি জানান, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়া থেকে প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি তিনি বিবেচনা করছেন।
২০০৬ সাল থেকে উত্তর কোরিয়া পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে মার্কিন চাপের মুখে জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা মধ্যে রয়েছে। তবে কোনা চাপের মুখে নতি স্বীকার করে নি দেশটি বরং শত বাধা উপেক্ষা করে নিজের কর্মসূচি অব্যাহত রেখেছে এবং এরইমধ্যে কয়েকবার পরমাণু বোমা ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ নিয়ে আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার তীব্র টানাপড়েন চলছে।