প্রিয় রং সাদাতেই হবে শ্রীদেবীর অন্তিম যাত্রা

0
শেষকৃ্ত্য

অন্তিমযাত্রায় শ্রীদেবীর দেহ সাদা গোলাপে ঢাকা থাকবে। গতকাল মঙ্গলবার রাতেই শ্রীদেবীর মরদেহ দুবাই থেকে ভারতে পৌঁছেছে। সূত্র জানিয়েছে, ব্যবসায়ী অনিল আম্বানির পাঠানো বিমানে শ্রীদেবীর মরদেহর সঙ্গে ছিলেন বনি কাপুর, অর্জুন কাপুরসহ পরিবারের বাকি সদস্যরা।
শেষকৃ্ত্য
শ্রীদেবীর মরদেহ মুম্বাই আসার পর রাতে রাখা হয় ‘ভাগ্য’ বাংলোয়। পরে সকালে নিয়ে আসা হয় মুম্বাই স্পোর্টস ক্লাবে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এখানে প্রয়াত অভিনেত্রীকে শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা। বিকেল সাড়ে ৩টা নাগাদ মুম্বাইয়ের ভিলে পার্লে সেবাসমাজ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে শ্রীদেবীর।

জানা গেছে, শ্রীদেবীর ইচ্ছানুসারেই হবে তাঁর অন্তিমযাত্রা। শ্রীদেবীর প্রিয় রং ছিল সাদা। জীবিত অবস্থায় একবার শ্রীদেবী বলেছিলেন, মারা যাওয়ার পর তাঁর মৃতদেহ যেন সাদা ফুলে ঢেকে দেওয়া হয়। শ্রীদেবীর সেই শেষ ইচ্ছা পূরণ করা হচ্ছে। এরই মধ্যে শ্রীদেবীর বাড়ির সব পর্দা সাদা করে দেওয়া হয়েছে। সাদা পোশাকেই অন্তিমযাত্রায় শ্রীদেবী শায়িত থাকবেন বলেও জানা গেছে।

গত শনিবার রাতে দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে অকালমৃত্যু ঘটে বলিউড অভিনেত্রী শ্রীদেবীর।