বাঘের ভেলকিতে নাচলো ক্যাঙ্গারু

0

কার্ডিফ থেকে মিরপুর, মিরপুর থেকে ফের মিরপুর। ওয়ানডে থেকে টেস্ট, টেস্ট থেকে টি-টোয়েন্টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ফরম্যাটেই জয়ের স্বাদ নিল বাংলাদেশ।

খুব সহজে লিখে ফেলা গেলেও জয়টা সহজ নয়! মাঠের বাইরে মামার বাড়ির আবদার সাজানো অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় কেবলই জয় নয়। মিরপুরের হোম অব ক্রিকেটে ৪০ তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্রুত সৌম্যর উইকেট হারালেও এক।প্রান্তে নাঈম শেখ ম্যাচের ভীত গড়েছেন। ২৯ বলে ৩০ রান করে নাঈম চলে গেলে হাল ধরেন সাকিব। তার ৩৩ বলে ৩৬ আর শেষ দিকে আফিফের ১৭ বলে ২৩ রানের ইনিংসে ভর করে ১৩১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

এর আগে ১৩৪ রানের সংগ্রহ নিয়ে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল বাংলাদেশ। আজকের আগে সেটিই ছিল সবচেয়ে কম রান ডিফেন্ড করে পাওয়া জয়। সেটি এখন অতীত। অজি দম্ভ চূর্ণ করার ঝলমলে সাঁঝে ওসব কে মনে রাখে!

রাসেল ডমিঙ্গো বলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হবে বিশ্বমানের। কোচের কথা অন্তত প্রথম ম্যাচে অক্ষরে অক্ষরে পালন করলো তরুণ নাসুম, মেহেদী, নাঈমরা। ১৩২ রানের লক্ষ্যে নেমে ১১ রানেই ৩ উইকেট নেই অজিদের। সেই ধাক্কা আর সামলাতে পারেনি শেষ অবধি। মাঝে মিশেল মার্শের ৪৫ বলে ৪৫ রান কেবল ব্যবধান কমিয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্ষুদ্র সংস্করণে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা মিলল। পাঁচ ম্যাচ সিরিজে প্রথম সিরিজ জয়ের পথে একধাপ এগিয়ে গেল বাঘেরা, অন্তত মানসিক দিক দিয়ে। বাঘের ভেলকিতে যে নাচন উঠলো ক্যাঙ্গারুর, প্রটোকলের বলয় ভেঙে বেরুতে পারে কি-না তা এখন দেখার বিষয়।