বাতিল হতে পারে পরীমনির শিল্পী সমিতির সদস্যপদ

0
বাতিল হতে পারে পরীমনির শিল্পী সমিতির সদস্যপদ

পরীমনির গ্রেফতারের ঘটনায় চুপ শিল্পী সমিতি। এখন অবধি নিরব ভূমিকায় রয়েছে চলচ্চিত্র অভিনয় শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করছেন সমিতির ঊর্ধ্বতনরা।

জানা গেছে, পরীমনির আটক হওয়ার বিষয়াদি পর্যবেক্ষণ শেষে আজ সংবাদ সম্মেলনের ডাক দিতে পারে শিল্পী সমিতি। সেখানে এই বিষয়ে সমিতির অবস্থান ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত খোলাসা করবেন তারা।

আসতে পারে পরীমনির সদস্যপদ স্থগিতের ঘোষণা। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আসবে পরীমনির সদস্যপদের স্থগিতাদেশ। ঘটনায় যদি এই নায়িকা দোষী সাব্যস্ত হন, তাহলে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে হতে পারেন স্থায়ীভাবে বহিষ্কার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এমন কিছুর ইঙ্গিত দেন।

পরীমনির আগে চিত্রনায়িকা একাও গ্রেফতার হয়েছে। সিদ্ধান্ত হবে তাকে নিয়েও। ২১ সদস্য বিশিষ্ট কমিটি শিল্পী সমিতির। সকলের মতামত নিয়ে দুই শিল্পীর ব্যাপারে রায় জানাবে শিল্পী সমিতি।