বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটে চেনামুখ তিনি। বয়স ২৬। নিয়মিত মুখ ছিলেন ঢাকা বিভাগে। কিন্তু এই চেনা আর নিয়মিত মুখটাকে আর দেখা যাবে না ক্রিকেটের সবুজ গালিচায়।
যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ চলে গেে তরুণ ক্রিকেটার শহীদুল ইসলাম নিরবের। গতকাল (২৭ আগস্ট) সন্ধ্যায় অনুশীলন শেষে ফেরার সময় রাজধানীর ফার্মগেটে একটি ঘাতক বাস নিরবের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি।
নিরবের বাইকের পেছনে ছিলেন বন্ধু আফজাল হোসেন। দুর্ঘটনায় তিনিও গুরুতর আহত হন। নিরব ও আফজালকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা নিরবকে মৃত ঘোষণা করেন।
নিরবের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ, সংক্ষেপে কোয়াব।