বিপিএল মাতাতে আফ্রিদি আসছেন আজ

0
বিপিএল মাতাতে আফ্রিদি আসছেন আজ

আজ সিলেটে বিপিএলের পঞ্চম আসরের প্রথম পর্ব শেষ হচ্ছে। আগামী শনিবার ঢাকায় শুরু হবে দ্বিতীয় পর্ব। এদিকে এখনও অনেক বিদেশি তারকা ক্রিকেটার নিজ নিজ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেননি।

বিপিএল মাতাতে আফ্রিদি আসছেন আজ

পাকিস্তানি তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি ঢাকা ডায়নামাইটসের হয়ে আজ আসছেন। ঢাকা ডায়নামাইটসের ম্যানেজার খালেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল (বুধবার) ঢাকায় পৌঁছবেন আফ্রিদি। ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ থেকেই মাঠে দেখা যাবে তাকে।

পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট শেষে মোহাম্মদ আমিরও দলের সঙ্গে যোগ দেবেন। শনিবার ঢাকা পর্বের প্রথমদিনই মাঠে নামবে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। তাদের প্রতিপক্ষ সিলেট সিক্সার্স।

বিপিএলের চলতি আসরে ঢাকার হয়ে এরই মধ্যে মাঠ মাতাচ্ছেন ক্যারিবীয় তারকা কিয়েরন পোলার্ড, সুনীল নারিন, এভিন লুইস, শ্রীলংকার কুমার সাঙ্গাকারা ও দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট। ঢাকার হয়ে খেলার কথা ছিল ওয়াটসনেরও। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় এবারের আসর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার এই সাবেক তারকা অলরাউন্ডার। প্রথম ম্যাচে সিলেটের কাছে ৯ উইকেটে শোচনীয়ভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে জয় দিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে