বিমান হামলায় সিরিয়ায় নিহতের সংখ্যা ৫৩

0
বিমান হামলায় সিরিয়ায় নিহতের সংখ্যা ৫৩

সোমবার সিরিয়ায় উত্তরাঞ্চলীয় একটি মার্কেটে ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। । মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিমান হামলায় সিরিয়ায় নিহতের সংখ্যা ৫৩

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আতারেবে অবস্থিত একটি মার্কেটে কমপক্ষে তিন দফা হামলা চালানো হয়েছে। আর এসব হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে ৫ শিশু এবং তিনজন নারীও ছিল।

মানবাধিকার সংস্থাটি আরো জানায়, এ হামলায় এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।

এদিকে এক টুইটবার্তায় স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, এ হামলায় মার্কেটের প্রায় ১০০ দোকান ধ্বংস হয়েছে।

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়, বিমান হামলা কারা চালিয়েছে সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি মার্কেটে হামলা চালানো হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত চার লাখেরও বেশি সিরীয় নাগরিক মারা গেছেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে