নানান সময় নানান কাজে আলোচনায় থাকেন নবীন বলিউড নায়িকা অনন্যা পান্ডে। তাকে যারা অপছন্দ করে টিপ্পনী কাটে, তাদের সমুচিত জবাব দিতে পিছপা হন না এই নায়িকা। তবে আধুনিকা বলেই হয়তো জবাবের ধরণ খানিক ভিন্ন হয়। সেটিরই প্রমাণ দিলেন আরও একবার।
আরবাজ খানের টিভি অনুষ্ঠান ‘পিঞ্চ’-এর প্রোমোতে উপস্থাপক অনন্যাকে শোনান তাকে নিয়ে করা কিছু বিব্রতকর মন্তব্য। যেখানে দেখা যায় অনন্যার উচ্চারণভঙ্গি, অভিনয় দক্ষতা এসব নিয়ে কটাক্ষ করা হয়। জানানো হয় কৃত্রিমতা পরিহার করতে পারেন না তিনি। হাসতে হাসতেই শুনে যান অনন্যা।
একজন মন্তব্য করে এভাবে, ‘ওহ মাই গড! তার উচ্চারণে আমার কানে রক্তপাত হচ্ছে।’ জবাবে অনন্যা বলেন,’আমি দুঃখিত। আপনার জন্য টিস্যু পাঠাচ্ছি। আরেকজন জিজ্ঞেস করে, কেনো তাকে স্ট্রাগলিং দিদি বলা হয়? অনন্যা জবাব দেন, : এটি মজার একটি ব্যাপারটা।’
অনন্যা পান্ডে বলেন কটাক্ষকারীদের জবাব দিতে তিনি একটি নীতি মেনে চলেন। তা হলো কেউ যদি বিষাক্ত আর ক্রুদ্ধ হয়, তাহলে ভালোবাসা দিয়ে তাকে জয় করতে হয়। এক পর্যায়ে একজন তাকে কৃত্রিম আর ভুয়া পান্ডে বললে জবাবে অনন্যা বলেন, আর যাই বলেন কৃত্রিম বলতে পারেন না আমাকে। আমি শতভাগ খাঁটি। ‘আরবাজ খান’স পিঞ্চ’ প্রতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে স্ট্রিমিং করা হয়।