মক্কা ও মদিনার দুই মসজিদ তত্ত্বাবধানে নারী নিয়োগ

0
মক্কা ও মদিনার দুই মসজিদ তত্ত্বাবধানে নারী নিয়োগ

মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানকারী দফতর রিয়াসা শুউন আল-হারামাইনের সহকারী প্রধান হিসেবে প্রথমবারের মতো দুই নারীকে নিয়োগ দেয়া হয়েছে। কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজ।

আরব নিউজ জানায়, রিয়াসা শুউন আল-হারামাইনের প্রধান ও মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আবদুর রহমান আল-সুদাইস এই নিয়োগ প্রদান করেন। নিয়োগের উদ্দেশ্য হিসেবে পবিত্র নগরী মক্কায় ওমরাহ ও হজ করতে আসা এবং মদিনায় জিয়ারতের উদ্দেশ্য আসা নারীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এ ধরণের কার্যক্রমের কথা উল্লেখ করে সংবাদমাধ্যমটি।

সহকারী প্রধান হিসেবে নিয়োগ প্রাপ্ত দুই নারী হলেন ড. ফাতেমা আল-রাশুদ ও ড. আল-আনুদ আল-আবুদ। দফতরের নারী বিষয়ক সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. ফাতেমা আল-রাশুদ। আর নারী উন্নয়ন বিষয়ক সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. আল-আনুদ আল-আবুদ।

প্রসঙ্গত, প্রথমবারের মতো নারী নিরাপত্তা রক্ষীরা হজের সময় দায়িত্ব পালন করা শুরু করেছেন চলতি বছর থেকে। এছাড়াও গত বছরের আগস্টে প্রথম রিয়াসা শুউন আল-হারামাইনের নেতৃস্থানীয় বিভিন্ন পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছিল ১০ নারীকে।

এদিকে রিয়াসা শুউন আল-হারামাইন ঘোষণা দিয়েছে তাঁরা ৩২০ সৌদি নারীকে প্রশিক্ষণ দিবে যেন দুই পবিত্র মসজিদে আসা নারী জেয়ারতকারীদের সেবার মান বাড়ানো যায়।