মার্কিন সহায়তা বন্ধের হুমকিকে পরোয়া করে না ফিলিস্তিনঃ ট্রাম্পকে মাহমুদ আব্বাস

0
মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস হুঁশিয়ার করেছেন, মার্কিন সহায়তা বন্ধের হুমকিকে পরোয়া করে না তার দেশ। ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় অংশ না নিলে আবারও মার্কিন সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প। আব্বাস তার মুখপাত্রের মাধ্যমে বলেছেন, টাকা দিয়ে ফিলিস্তিনিদের মর্যাদা কেনা যাবে না।

মাহমুদ আব্বাস
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দাভোসে ইকোনমিক ফোরামে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গের পার্শ্ব বৈঠকের খানিকক্ষণ আগে ফিলিস্তিনকে হুমকি দিয়ে বলেন, শান্তি আলোচনায় অংশ না নিলে তাদের অর্থনৈতিক ও নিরাপত্তা সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। তিনি বলেন, ‘টাকা আলোচনার টেবিলে রাখা আছে। তারা শান্তি আলোচনায় না বসা পর্যন্ত ওই টাকা তাদের হাতে যাবে না।’ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রশ্নে আগের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে ট্রাম্প জানান, আলোচনার জেরুজালেম ইস্যুটি নিয়ে আর আলোচনার সুযোগ নেই।

সহায়তা বন্ধের হুমকি দেওয়ায় ট্রাম্পের সমালোচনা করেছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বৃহস্পতিবার ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ সংবাদ সম্মেলন করেছেন। ট্রাম্পের হুমকিকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের উপর এ হুমকি নীতি প্রয়োগ করে কাজ হবে না। জেরুজালেম ইস্যুটি একটি পবিত্র ইস্যু। এটি এই অঞ্চলের যুদ্ধ ও শান্তির মূল ইস্যু। গোটা বিশ্বের টাকা দিয়েও এটি বেচাকেনা করা যাবে না।’

বর্তমান মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি ইসরায়েলঘেঁষা। এরইমধ্যে জেরুজালেমকে এককভাবে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দিয়েছেন সে দেশের প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি কার্যত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে নস্যাৎ করেছেন। এমন বাস্তবতায় ফিলিস্তিনি নেতৃত্ব এককভাবে যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী মানতে নারাজ। তারা যুক্তরাষ্ট্রকে প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্পের হুমকির বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ফিলিস্তিনি আলোচনাকারী সায়েব এরেকাত। তিনি বলেন, ‘ট্রাম্প তার টাকা দিয়ে অনেক কিছুই কিনতে পারেন, কিন্তু আমাদের দেশের মর্যাদাকে কিনতে পারবেন না।’