মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দেশটির যুবসমাজ।
জানা যায়, শত শত বিক্ষোভকারীরা কালো কাপড় পরে মসজিদ জামেকের বাইরে দাতরান মারদেকার পাশে শনিবার (৩১ জুলাই) বেলা ১১টায় লাওয়ান নামের এ সমাবেশ আয়োজন করে।
প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত হওয়া এ বিক্ষোভ শুরুর আগে পুলিশ দাতরান মেরদেকার দিকে যাওয়ার রাস্তা ঘেরাও করে রাখে। বিক্ষোভ সমাবেশে অসংখ্য মানুষের হাতে ব্যানার এবং প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় যেখানে লেখা ছিল ‘কেরাজান গাগল’ অর্থাৎ ব্যর্থ সরকার।
এছাড়াও ‘টোলক মুহিউদ্দিন’, ‘লেটক জাওয়াতন’ এবং ‘ব্যাংককিত রাকয়াত’ স্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা দাতারান মারদেকার দিকে এগিয়ে যান।
স্থানীয় যুব সমাজের এ বিক্ষোভে রাজনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন পিকেআরের সহ-সভাপতি তিয়ান চুয়া। তিনি সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
প্রাক্তন বাটু এমপি বলেছেন, মালয়েশিয়ান হতাশাগ্রস্ত যুবকদের করা ব্যর্থ সরকারের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভে আমরা যুবকদের একটি নতুন তরঙ্গের উত্থান দেখছি। এর জন্য আমাদের গর্বিত হওয়া উচিত।
একজন স্থানীয় সাংবাদিক জানান, দাতারান মারদেকা একটি গেজেটেড এলাকা হওয়ায় কুয়ালালামপুর সিটি হলের অনুমতি ছাড়া এ এলাকায় প্রবেশ নিষেধ। এ কারণে আশপাশে শত শত তরুণ জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।