ডেনমার্কে কোভিড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এলেও মোট জনসংখ্যার অধিকাংশই ভ্যাকসিন গ্রহণ করায় বাধ্যতামূলক মাস্ক পরার আদেশ শিথিল করেছে দেশটির সরকার। শুক্রবার ডেনমার্কের সরকার এ ঘোষণা দিয়েছে।
নতুন অধ্যাদেশ জারির ফলে এখন থেকে দেশটির নাগরিকদের গণপরিবহন ব্যবহারের সময় আর মাস্ক পরার প্রয়োজন নেই। নিষেধাজ্ঞাটি তুলে নেওয়ার মাধ্যমে নরডিক দেশটি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে করা বিধিনিষেধগুলোর মধ্যে সর্বশেষ বাধ্যতামূলক বিধিনিষেধটিও প্রত্যাহার করে নিলো।
ডেনমার্কের যোগাযোগমন্ত্রী বেনি এঞ্জেলব্রেখট এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের দেশ এখন এমন পরিস্থিতিতে রয়েছে যেখানে দেশের জনসংখ্যার বৃহৎ একটি অংশ টিকা পেয়েছে। ফলে দেশে মৃত্যু কমেছে এবং আমরা আরও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছি।’
তিনি আরো বলেন, ‘আমরা বাস, ট্রেন ও মেট্রোতে মাস্ককে বিদায় জানাতে পারব। ’
প্রসঙ্গত, ৫৮ লাখ মানুষের দেশ ডেনমার্কে গত বুধবার সামাজিক দূরত্ববিধি শিথিল করা হয়েছিল। দেশটির ৬০ শতাংশ মানুষ ইতোমধ্যে টিকার দুই ডোজ গ্রহণ করেছেন৷ ফলে কমে এসেছে করোনায় মৃত্যুর হার।