মিথিলার মায়ায় মুগ্ধতা

0
মিথিলার মায়ায় মুগ্ধতা

কলকাতার সিনেমায় অভিষেক হতে চলেছে রাফিয়াথ রশিদ মিথিলার, তা জানা সকলের। শেক্সপিয়ারের ‘ম‌্যাকবেথ’ অবলম্বনে ‘মায়া’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করছেন রাজর্ষি দে। মুখ্য ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলাকে।

প্রকাশিত হলো সিনেমার ফার্স্টলুক। দেখা মিলল মায়ার। মাথাভর্তি জট, হাতে রিভলবার আর উদভ্রান্ত চাহনি- এমন লুকে মিথিলাকে দেখে আগ্রহ বাড়লো দর্শকের। তারা উদগ্রীব চরিত্র সম্পর্কে জানতে।

মিথিলা জানালেন, গল্পের শুরু ১৯৮৯ সালের কলকাতা শহর থেকে। শেষ হবে সাম্প্রতিক সময়ে এসে। ধর্ষিত হওয়ার পর এক নারী কীভাবে ঘুরে দাঁড়িয়ে পুরুষতন্ত্রের শেকল ভাঙার প্রেরণা যোগায় অন্য নারীদের, মায়া তুলে ধরবে সেই গল্প।

প্রথম ছবিতেই এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে উচ্ছসিত মিথিলা। ছবিতে তিনটা আলাদা বয়সে আলাদা লুকে দেখা যাবে তাকে। মিথিলার কাজ ও ডেডিকেশনে মুগ্ধ নির্মাতা রাজর্ষি দে।

মায়াতে আরও অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী ও প্রমুখ। ডিসেম্বরে মুক্তি পেতে পারে সিনেমাটি।